মো: নূরুল ইসলাম সরকার ২৫ জানুয়ারী, ২০২৩ খ্রি. তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে যোগদান করেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি উক্ত বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) হিসেবে কর্মরত ছিলেন। মোঃ নূরুল ইসলাম সরকার ১৯৮৭ খ্রিঃ এ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা হতে পুরকৌশলে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন।
মোঃ নূরুল ইসলাম সরকার ১৯৮৮ খ্রি. এ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রধান প্রকৌশলী এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন। তিনি চাকুরী জীবনে প্রশিক্ষণের নিমিত্তে মালয়েশিয়া, ভিয়েতনাম এবং ইতালি ভ্রমণ করেন।
তিনি ১৯৬৪ খ্রি. গাইবান্ধা জেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ মিন্নাত উল্লাহ সরকার এবং মাতা মোছাঃ নুসিরান বেওয়া। তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।