বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর স্মারক নং-পাউবো(সচি)/প্রশাসন-১/৮৬৩ তারিখঃ ১৮/১১/২০১৪ খ্রিঃ মোতাবেক "তথ্য অধিকার অধ্যাদেশ ২০০৯" বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে "তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর)", প্রসেসিং পরিদপ্তর, বাপাউবো, ঢাকাকে মনোনয়ন প্রদান করা হয়।
ঠিকানা ও ই-মেইল তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মুহাম্মদ আনোয়ার সাদাত তত্ত্বাব ধায়ক প্রকৌশলী (পুর) প্রসেসিং পরিদপ্তর বাপাউবো, ঢাকা। ফোনঃ ০২-২২২২-৩০১০৮ ই-মেইলঃ dir.processing@bwdb.gov.bd, dir.processing.bwdb@gmail.com