Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০১৫

তিস্তা ব্যারেজ ফেজ-২ (২য় সংশোধিত)

প্রকল্প সার সংক্ষেপ

১।  প্রকল্পের নামঃ    তিস্তা ব্যারেজ প্রকল্প (২য় পর্যায়), ১ম ইউনিট

২।  (ক) মন্ত্রণালয়ঃ  পানি সম্পদ মন্ত্রণালয়

     (খ) সংস্থাঃ       বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)

৩।  প্রকল্পের পটভূমিঃ 

উত্তর বঙ্গের বিসত্মীর্ণ এলাকায় বর্ষা মৌসুমে ও বর্ষাত্তোরকালে খরা একটি সাংবাৎসরিক সমস্যা। এই সমস্যা মোকাবেলার জন্য তিসত্মা নদীতে ১৯৮৪-১৯৯১ সালে সময়কালে তিসত্মা ব্যারেজ সহ সেচ প্রদানের জন্য সেচখাল ও আনুসাঙ্গিক কাঠামো নির্মাণ করা হয়। তিসত্মা ব্যারেজে প্রকল্পের সর্বমোট এলাকা ৭,৫০,০০০ হেঃ এবং সেচযোগ্য এলাকা ৫,৪০,০০০ হেঃ। দ্রম্নত সেচ সুবিধার সুফল পাবার জন্য প্রকল্পকে ২টি পর্যায়ে বিভক্ত করা হয়- ১ম পর্যায়ের মোট সেচযোগ্য এলাকা ১,১১,৪০৬ হেঃ (বাসত্মবায়িত ৯১,২২৬ হেঃ)। ১৯৮৪ সাল হতে ১৯৯৮ সাল পর্যমত্ম বিভিন্ন পর্যায়ে কাজ বাসত্মবায়নে মোট ১১৫৮.৮৩ কোটি টাকা ব্যয় হয়। ১৯৯৩-৯৪ আর্থিক বৎসর হতে সীমিত পর্যায়ে সেচ কার্যক্রম আরম্ভ করা হয় এবং ২০০৪-২০০৫ আর্থিক সাল হতে পূর্ণ মাত্রায় সেচ কার্য পরিচালিত হচ্ছে।

 

১ম পর্যায়ের কার্যকর সম্পুরক সেচের সাফল্যের পর সেচ এলাকা বৃদ্ধির লক্ষ্যে ২য় পর্যায় ১ম ইউনিট বাসত্মবায়নের উদ্যোগ গ্রহন করা হয়।

rangpur - teesta barrage (2nd phase) 1st unit.doc